Connect with us

শিশু খাদ্য

শিশুকে গরুর দুধ কখন থেকে খাওয়াবেন?

আগে প্রচলিত ধারণা ছিল যে, বাচ্চাকে ২ বছরের আগে গরুর দুধ খাওয়ানো যাবে না এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনাও একই ছিল। তবে অধিকাংশ উন্নত দেশে বাচ্চার বয়স ১ বছর থেকে গরুর দুধ খাওয়ানো শুরু হয়। যে-সব শিশু ফর্মূলা খায়, তাদেরকে ১২ মাস বয়সের পর থেকে ফর্মূলার পরিবর্তে গরুর দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। যারা এ সময় বুকের দুধ খাওয়ানো ছেড়ে দেয়, তাদেরকেও কৌটার দুধ না দিয়ে গরুর দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। তবে মনে রাখতে হবে, পরিমাণে খুবই কম দেওয়া উচিত। কারণ অতিরিক্ত গরুর দুধ বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে।

cow milk

গরুর দুধের পুষ্টি ও সমস্যা

গরুর দুধে উচ্চমাত্রার আমিষ ও অন্যান্য পুষ্টি উপাদান থাকে যা ১ বছরের নিচের শিশুদের হজম করার ক্ষমতা নেই। উপরন্তু, গরুর দুধে কিছু ভিটামিন ও মিনারেল নেই যা প্রথম বছরের শিশুর বিকাশের জন্য প্রয়োজন।

শিশুকে গরুর দুধে অভ্যস্ত করার পদ্ধতি

গরুর দুধের স্বাদে অভ্যস্ত করা: বুকের দুধ গরুর দুধের চেয়ে বেশি মিষ্টি হওয়ায় কিছু বাচ্চা সহজেই গরুর দুধ খেতে পছন্দ করে না। এমন হলে, শুরুতে বুকের দুধের সঙ্গে সামান্য গরুর দুধ মিশিয়ে খাওয়াতে পারেন। এতে বাচ্চা নতুন স্বাদে অভ্যস্ত হবে। ধীরে ধীরে গরুর দুধের পরিমাণ বাড়িয়ে দিন।

খাবার তৈরিতে গরুর দুধের ব্যবহার:  বাচ্চার খাবার যেমন সুজি বা অন্যান্য খাবারে গরুর দুধ ব্যবহার করতে পারেন। এতে বাচ্চা দুধের স্বাদে অভ্যস্ত হয়ে উঠবে।

দুধের তাপমাত্রা সামঞ্জস্য করা: বাচ্চা ঠান্ডা দুধ খেতে না চাইলে কুসুম গরম দুধ দিয়ে চেষ্টা করুন। তাপমাত্রার পরিবর্তনে অনেক সময় বাচ্চা দুধ খেতে পছন্দ করে।

ফল বা বাদাম মিশিয়ে দিন: গরুর দুধের সঙ্গে বাচ্চার পছন্দের ফল বা বাদাম গুঁড়া মিশিয়ে দিলে দুধের স্বাদ ও পুষ্টিগুণ বাড়ে। এতে বাচ্চা দুধ খেতে আরও আগ্রহী হবে।

 

বয়সভেদে গরুর দুধের পরিমাণ

১-৩ বছর বয়সী শিশুদের জন্য প্রতিদিন ২-৩ কাপ (১৬-২৪ আউন্স বা ৫০০-৬৮০ গ্রাম) গরুর দুধ খাওয়ানো উচিত। গরুর দুধে প্রচুর ফ্যাট, প্রোটিন, জিঙ্ক, ভিটামিন এ এবং ডি থাকে, যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে।

তবে মনে রাখতে হবে, অতিরিক্ত গরুর দুধ খাওয়ানো উচিত নয়। অতিরিক্ত দুধ খেলে বাচ্চার ক্ষুধা নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে সলিড খাবারের প্রতি আগ্রহ কমে যায়। গরুর দুধে আয়রন নেই, তাই বাচ্চা যদি আয়রনযুক্ত খাবার না খায়, তবে আয়রনের অভাব থেকে অ্যানিমিয়া হতে পারে।

শিশুর পেটে গরুর দুধ সহ্য না হলে কী করবেন?

নন-ডেইরি দুধের বিকল্প: বাচ্চার যদি দুধে অ্যালার্জি থাকে, তবে নন-ডেইরি দুধ (যেমন আমন্ড মিল্ক, ওট মিল্ক) খাওয়ানো যেতে পারে। তবে এগুলো ৫ বছরের নিচে খাওয়াতে হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

ফর্টিফাইড সয়া মিল্ক: সয়াবিন দিয়ে তৈরি ফর্টিফাইড সয়া মিল্কে গরুর দুধের সমান পুষ্টিগুণ থাকে। সয়া মিল্ক গরুর দুধের ভালো বিকল্প হতে পারে।

বাচ্চা দুধ না খেলে যে-সব খাবার দেওয়া যেতে পারে

দুধের বিকল্প হিসেবে বাচ্চাকে নিম্নোক্ত খাবার খাওয়ানো যেতে পারে, যাতে প্রচুর ক্যালসিয়াম এবং পুষ্টি উপাদান থাকে:

– টকদই

– পনির বা চিজ

– চিয়া সিড / তিল

– পালং শাক

– ব্রকলি

– মসুর ডাল

– মটরশুঁটি

– কাজুবাদাম

বাচ্চা দুধ না খেলেও অন্যান্য পুষ্টিকর খাবার তার সঠিক বিকাশে সাহায্য করতে পারে। সঠিক পরিমাণ এবং পুষ্টির বিষয়টি মাথায় রেখে বাচ্চার খাদ্য তালিকা তৈরি করা উচিত। প্রয়োজনে পুষ্টিবিদের পরামর্শ নেওয়া সবসময় ভালো।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

adenoid adenoid
অসুখ বিসুখ3 months ago

শিশুর এডিনয়েড সমস্যা

শীতকালে সাধারণত শিশু ও কিশোরদের ঠান্ডা-সর্দি জনিত নানা রোগ বাড়তে দেখা যায়। বিশেষ করে নাক, গলা ও কানের সমস্যা বেড়ে...

baby skin disease baby skin disease
নবজাতকের সেবা3 months ago

নবজাতকের চর্মরোগ হলে বাবা-মায়ের করণীয়: সহজ সমাধান ও পরামর্শ

নবজাতকের জন্মের পরপরই চর্মরোগ দেখা দিতে পারে। নবজাতকের ত্বক অত্যন্ত সংবেদনশীল হয়ে থাকে। যে কারণে স্বাভাবিকভাবেই তাদের ত্বক খুব সহজেই...

speech delay speech delay
স্মার্ট প্যারেন্টিং4 months ago

স্পিচ ডিলে বা শিশুর কথা বলার দেরির কারণ ও সমাধান

ডা: মৌমিতা পাল শিশু-কিশোর মনোরোগ বিশেষজ্ঞএম.বি.বি.এস (এস.ইউ. এস.টি )এমডি, চাইল্ড এন্ড এডোলেসেন্ট সাইকিয়াট্রি ( বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি) প্রযুক্তির...

winter-baby-bathing-tips winter-baby-bathing-tips
নবজাতকের সেবা4 months ago

শীতকালে শিশুর গোসল: সতর্কতা ও সঠিক পদ্ধতি

পরিষ্কার-পরিচ্ছন্নতা শিশুর সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শীতকালে শিশুকে গোসল করানোর সময় অতিরিক্ত যত্ন ও সতর্কতা অবলম্বন করা জরুরি। ঠান্ডা-কাশি...

impact-of-electronic-devices-on-children-and-teens impact-of-electronic-devices-on-children-and-teens
স্মার্ট প্যারেন্টিং4 months ago

শিশু এবং কিশোরদের উপর ইলেকট্রনিক ডিভাইসের প্রভাব

ডা: মৌমিতা পাল শিশু-কিশোর মনোরোগ বিশেষজ্ঞএম.বি.বি.এস (এস.ইউ. এস.টি )এমডি, চাইল্ড এন্ড এডোলেসেন্ট সাইকিয়াট্রি ( বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি) সব...

baby winter care baby winter care
নবজাতকের সেবা4 months ago

শীতে শিশুর যত্ন

শীতের আগমন প্রাকৃতিক পরিবর্তনের এক নতুন বার্তা নিয়ে আসে। তবে এই সময়টায় শিশুরা নানা ধরনের শারীরিক ও ত্বকের সমস্যার মুখোমুখি...

হ্যান্ড, ফুট এন্ড মাউথ ডিজিস (HFMD) হ্যান্ড, ফুট এন্ড মাউথ ডিজিস (HFMD)
অসুখ বিসুখ5 months ago

হ্যান্ড, ফুট এন্ড মাউথ ডিজিস (HFMD)

ডাঃ মায়িশা হোসেন  MBBS Training/Course: PGT (Gynae & Obs) হ্যান্ড, ফুট এন্ড মাউথ ডিজিস (Hand, Foot, and Mouth Disease) একটি...

child development child development
স্মার্ট প্যারেন্টিং5 months ago

নবজাতকের মানসিক, ইমোশনাল এবং মনস্তাত্ত্বিক বিকাশ: একটি অন্তর্দৃষ্টি

ডা: মৌমিতা পাল শিশু-কিশোর মনোরোগ বিশেষজ্ঞ এম.বি.বি.এস (এস.ইউ. এস.টি )এমডি, চাইল্ড এন্ড এডোলেসেন্ট সাইকিয়াট্রি ( বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি)...

cow milk cow milk
শিশু খাদ্য6 months ago

শিশুকে গরুর দুধ কখন থেকে খাওয়াবেন?

আগে প্রচলিত ধারণা ছিল যে, বাচ্চাকে ২ বছরের আগে গরুর দুধ খাওয়ানো যাবে না এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনাও একই...

medicine and pregnancy medicine and pregnancy
গর্ভকালীন সেবা6 months ago

গর্ভাবস্থায় ঔষধ সেবনে সচেতনতা

গর্ভাবস্থাজীবনের একটি বিশেষ সময়, যা প্রতিটি মায়ের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। এই সময় মায়ের স্বাস্থ্য সরাসরি গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত। তাই...

Trending