- পরিষ্কার ও নরম কাপড় দিয়ে নবজাতকের সম্পূর্ণ শরীর ভালো করে মুছতে হবে
- নাকে ও মুখে ময়লা লেগে থাকলে তা আঙুল দিয়ে পরিষ্কার ও নরম কাপড় পেঁচিয়ে পরিচ্ছন্ন করতে হবে
- নবজাতককে কাত করে পিঠে শিরদাঁড়া নিচ থেকে উপর দিক বরাবর হাতের তালুর নিচের অংশ দিয়ে ঘষতে হবে
- নবজাতকের রঙ এবং শ্বাসের দিকে লক্ষ্য করতে হবে। যদি ঠোঁট, জিহ্বা ও মুখের রঙ গোলাপি হয় এবং অনিয়মিত শ্বাস নিতে থাকে তাহলে নবজাতককে মায়ের বুকে দিতে হবে
- এরপর ও নবজাতক শ্বাস না নিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে
|
- পা ধরে নবজাতককে উল্টো করে ঝোলানো উচিত নয়
- নবজাতককে থাপ্পড় দেয়া উচিত নয়
- নবজাতকের মুখে অথবা শরীরে ঠাণ্ডা পানি ছিটানো উচিত নয়
- কানে অথবা নাকে ফুঁ/বাতাস দেয়া উচিত নয়
- পানিতে চুবানো উচিত নয়
- বুকের খাঁচায় চাপ দেয়া উচিত নয়
- গর্ভফুল গরম করা উচিত নয়
- গর্ভফুল পড়ার অপেক্ষায় নবজাতককে ফেলে রাখা উচিত নয়
|